জয়নগরে রক্তদান শিবিরের মঞ্চে তৃণমূল নেতার চটুল নাচ, বিরোধীদের কটাক্ষ

জয়নগরে রক্তদান শিবিরের মঞ্চে তৃণমূল নেতার চটুল নাচ, বিরোধীদের কটাক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত গড়দেয়ানী গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে আয়োজিত এক রক্তদান শিবিরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সেই মঞ্চেই এক তৃণমূল নেতাকে ভোজপুরি গানের তালে এক মহিলা ড্যান্সারের সঙ্গে কোমর দুলিয়ে নাচ করতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জয়নগর ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা আনন্দের সঙ্গে ওই ড্যান্সে অংশ নিচ্ছেন। তিনি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলেও পরিচিত।

ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি ও সিপিএম তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছে, “যে দলের প্রতিনিধিরা বাঙালির অস্মিতা রক্ষার নামে পথে-ঘাটে আন্দোলন করে, সেই দলেরই নেতা প্রকাশ্যে ভোজপুরি গানের তালে এই ধরনের নাচে অংশ নেন কীভাবে?” বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও তৃণমূল নেতার দাবি, স্থানীয় মা-বোনেদের মনোরঞ্জনের উদ্দেশ্যেই তিনি নাচে অংশ নিয়েছেন।

যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক যাচাই হয়নি, তবে ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি নিয়ে চর্চায় মগ্ন, অন্যদিকে বিরোধীরা তৃণমূলের সাংস্কৃতিক অবস্থান ও জননেতাদের আচরণ নিয়ে সরব হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top