জয়প্রকাশ মজুমদারের তৃণমূল যোগদান প্রসঙ্গে রীতেশ তিওয়ারির কটাক্ষ

জয়প্রকাশ মজুমদারের তৃণমূল যোগদান প্রসঙ্গে রীতেশ তিওয়ারির কটাক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জয়প্রকাশ

জয়প্রকাশ মজুমদারের তৃণমূল যোগদান প্রসঙ্গে রীতেশ তিওয়ারির কটাক্ষ । পদ থাকলে বিজেপি, আর পদ না থাকলে অন্য দল । সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার । মঙ্গলবার নজরুল মঞ্চে ফিরহাদ হাকিমের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তিনি। আর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের সহ সভাপতির পদ পান ।

 

আর তা নিয়ে কটাক্ষ করতে পারলেন না বিজেপির বহিস্কৃত নেতা রিতেশ তিওয়ারি । মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিতেশ বাবু জানান, গতকাল এক অনুষ্ঠান বাড়িতে তাদের সকলের একসঙ্গে দেখা হয়েছিল, তিনি জ্যোতিষী নন, তিনি একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী । কেউ যদি নিজের অবস্থান পরিষ্কার না করেন তাহলে তারা কিছু বলার নেই ।

 

আর ও পড়ুন    প্রায় দুই যুগ হয়ে গেলেও ইছামতি নদীর ওপর বাঁশের সাঁকো

 

তিনি কংগ্রেস ঘরানার মানুষ ছিলেন, মাঝে বিজেপিতে এসেছিলেন আবারও সেই একই ঘটনার তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন । আমরা মতাদর্শ, আদর্শগত ভাবে বিজেপি দলটা করি, আমার জন্ম বিজেপিতে, পছন্দ-অপছন্দ থাকবে, লড়াই দলের ভেতরে হবে, পদ থাকলে বিজেপি, আর পদ না থাকলে অন্য দল এই মানসিকতায় আমরা বড় হইনি । সারা জীবন পদ থাকবে তার কোন মানে নেই, গতকাল পদ ছিল, আজ নেই, আগামী দিনে দল আবারও বিচার বিবেচনা করবেন ।

 

গতকাল একসাথে ছিলাম।কিন্তু জয় প্রকাশ মজুমদার দলে থাকবেন নাকি তৃণমূলে যাচ্ছেন সে সম্পর্কে কোনো অবস্থান পরিষ্কার করেননি ।রাজনীতি একটা প্যাশন, প্রফেশন নয়। কেউ যদি পদের লোভে যায় তাহলে কিছু বলার নেই । রিতেশ আরো বলেন তিনি মন থেকে দল করেন । তাই দলে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন ।

 

জয়প্রকাশ মজুমদারের তৃণমূল যোগদান প্রসঙ্গে রীতেশ তিওয়ারির কটাক্ষ । পদ থাকলে বিজেপি, আর পদ না থাকলে অন্য দল । সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার । মঙ্গলবার নজরুল মঞ্চে ফিরহাদ হাকিমের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তিনি। আর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের সহ সভাপতির পদ পান ।

 

আর তা নিয়ে কটাক্ষ করতে পারলেন না বিজেপির বহিস্কৃত নেতা রিতেশ তিওয়ারি । মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিতেশ বাবু জানান, গতকাল এক অনুষ্ঠান বাড়িতে তাদের সকলের একসঙ্গে দেখা হয়েছিল, তিনি জ্যোতিষী নন, তিনি একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী । কেউ যদি নিজের অবস্থান পরিষ্কার না করেন তাহলে তারা কিছু বলার নেই ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top