রাজ্য – জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে চলা চাপানউতোরের অবসান হতে চলেছে। বৃহস্পতিবার বিকালেই জানা যাবে ফল ঘোষণার দিনক্ষণ। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সবুজ সংকেত পেয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নয় অফিসে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, সেখানেই ফলপ্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।
চলতি বছর ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিন মাসেরও বেশি সময় ধরে ফল আটকে ছিল। এর জেরে উদ্বেগে ছিল লক্ষাধিক পরীক্ষার্থী। ফলপ্রকাশে বিলম্বের কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন। হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আগামী ৭ অগস্টের মধ্যে রাজ্য ও জয়েন্ট বোর্ডের কাছ থেকে রিপোর্ট তলব করেছে।
বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, জুনের ৫ তারিখেই ফলপ্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের জটিলতার কারণে বিলম্ব ঘটে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। বৃহস্পতিবারই ফল ঘোষণার নতুন দিনক্ষণ জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর।
