জয় জোহার প্রকল্পে মাসে এক হাজার টাকা পেনশন পাচ্ছেন তিন লক্ষের বেশি আদিবাসী

জয় জোহার প্রকল্পে মাসে এক হাজার টাকা পেনশন পাচ্ছেন তিন লক্ষের বেশি আদিবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বিশ্ব আদিবাসী দিবসের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বার্তা জানিয়ে জানিয়েছেন, রাজ্য সরকারের ‘জয় জোহার’ প্রকল্পের আওতায় তিন লক্ষের বেশি আদিবাসী মানুষ মাসে এক হাজার টাকা পেনশন পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, গত ১৪ বছরে আদিবাসী উন্নয়নে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। গঠিত হয়েছে পৃথক আদিবাসী উন্নয়ন দপ্তর, সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, হিন্দি, উর্দু, রাজবংশী, কামতাপুরি, ওড়িয়া, পাঞ্জাবি ও তেলুগু ভাষা; সাদরি ভাষার উন্নয়নেও নেওয়া হয়েছে উদ্যোগ। এবছর ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী জানান, সব ভাষার মর্যাদা রক্ষায় তাঁদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সারনা/সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাস করে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর রোধে নতুন আইন আনা হয়েছে, প্রায় সাড়ে ১৯ লক্ষ এসটি শংসাপত্র প্রদান করা হয়েছে, ২০১১ সালের তুলনায় দপ্তরের বাজেট বরাদ্দ ৭ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ফরেস্ট রাইটস অ্যাক্ট-এর আওতায় ৪৯ হাজার আদিবাসীকে ফরেস্ট পাট্টা ও ৮৫১টি কমিউনিটি ফরেস্ট পাট্টা প্রদান করা হয়েছে। প্রায় ৩৬ হাজার দরিদ্র কেন্দুপাতা সংগ্রাহকের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে, গঠন করা হয়েছে ৮টি ডেভলপমেন্ট বোর্ড ও সাঁওতালি অ্যাকাডেমি। ভগবান বিরসা মুণ্ডা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, হুল দিবস ও করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা—আগামীতেও তাঁদের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top