নিজস্ব সংবাদদাতা,কোচবিহার, ৪ অক্টোবর,২০২০: জয় শ্রীরাম বলার অপরাধে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মারুগঞ্জ এলাকায় । ঘটনায় মদন মোহন তন্ত্রী নামে একজন গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় তুফানগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিজেপির দাবি । যদিও কোটা বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।
শনিবার মারুগঞ্জ এলাকায় বিজেপির পক্ষ থেকে কৃষি বিল এর সমর্থনে একটি মহামিছিলের আয়োজন করা হয়ছিল। অভিযোগ,মদন মোহন তন্ত্রী সহ ২জন বাইকে বাড়িতে হওয়ার পথে তাদের মধ্যে একজন জয় শ্রী রাম বলে এরপর তৃনমূলের কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। পরে তার বাড়িতে হামলা চালায় তারা দাদা বৌদি, সাহ ভাইস্থা কে মারধর করে । যদিও বিষয়ে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
জয় শ্রীরাম বলার অপরাধে বিজেপি কর্মীকে মার তৃণমূলের
জয় শ্রীরাম বলার অপরাধে বিজেপি কর্মীকে মার তৃণমূলের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram