নিজস্ব সংবাদদাতা,রঘুনাথগঞ্জ ,৩১ শে জুলাই : আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানার শ্রীকান্ত বাটী হাই স্কুল নিজেদের বন্ধুদের মধ্যে জয় শ্রীরাম বলা কে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং ছাত্রদের মধ্যে মারামারি হয়। শ্রীকান্ত বাটি স্কুলের প্রধান শিক্ষক উৎপল বাবু ঘটনাটি মিটমাট করে দেন। কিন্তু আজকে আগামী কালকের ঘটনাটিকে কেন্দ্র করে স্কুল ছাত্র এবং এক্স স্কুল ছাত্র হেডমাস্টারের কাছে একটা অভিযোগ দিতে চান
তখনই কিছু স্কুল ছাত্র এবং এক্স স্কুল ছাত্র ,শ্রীকান্ত বাটি স্কুলের ভূগোলের শিক্ষক প্রকাশ হালদারকে প্রচন্ড মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয় ৫ থেকে ৭ টা সেলাই পড়েছে মাথায় সে এখন জঙ্গিপুর হসপিটালে ভর্তি আছেন পুলিশ প্রশাসন কয়েকজন ওকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য