জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জির সভা মালদায়। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় ব্লক স্তরে সভা করতে গত শুক্রবার মালদা সফরে এসেছিলেন তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি।এদিন সকালে কলকাতা থেকে মালদা টাউন স্টেশনে নেমে সার্কিট হাউসে ওঠেন তিনি। সকালে কর্মীদের সাথে বৈঠকের পরে, পুরাতন মালদার শর্বরী এলাকার গুরুদুয়ারায় এসে তিনি শ্রদ্ধা জানান। পরে পুরাতন মালদা পৌরসভা এলাকার সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাকে অভর্থনা জানান পুরাতন মালদার শহর তৃণমূলের নেতৃতরা।
এদিন রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন বাংলা জগতের খ্যাতনামা শিল্পী পায়েল দেবনাথ, মালদা জেলা, জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস ও রাজ্য ক্রিয়া জগতের খেলোয়াড়রা। কার্তিক ব্যানার্জীকে অভ্যর্থনা জানান হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে। এরপরে ওই এলাকায় থাকা একটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন তিনি।এরপর গাজল এবং রতুয়া ব্লকে দলীয় কর্মসূচিতে অংশ নেন কার্তিক ব্যানার্জি।
আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের
তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সবাই মিলে মিশে বিরোধীদের যে অলিখিত ঐক্য আছে সেটাকে বানচাল করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর জন্য যে সামাজিক প্রকল্প গুলো এনেছেন তার দ্বারা মানুষকে কিভাবে একত্রিত রাখা যাবে তারই প্রস্তুতির শুরু হয়েছে।
তিনি আরো বলেন, রাজ্যে যে মেরু করণের রাজনীতি যা হওয়ার সেটা হয়ে গেছে, সেই জন্যই শোভন দেব চ্যাটার্জী মুকুল রায়রা একসাথে হয়ে আবার কাজ শুরু করছেন।
রতুয়ার চাঁদ মনিতে তিনি যে সভায় অংশ নিয়েছিলেন সেখানে প্রচুর মানুষের ঢল ছিল। কিন্তু ওই একই সময়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি ও চেয়ারম্যান সমর মুখার্জির সভাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।