রাজ্য – জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্কুলপড়ুয়া কিশোরীদের জন্য নিখরচায় এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি চালু করতে চলেছে শিক্ষা দপ্তর ও পরিবারকল্যাণ দপ্তর যৌথভাবে।
রাজ্য পরিবারকল্যাণ দপ্তরের এক কর্তার মতে, এই টিকাকরণ চালুর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্কুল-স্তরে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং টিকাদান কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি হচ্ছে। একইসঙ্গে, অভিভাবকদেরও এই টিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে।
স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, জরায়ুমুখ ক্যান্সার বর্তমানে দেশের মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যান্সার। গত বছর দেশে প্রায় ১ লক্ষ ২৪ হাজার মহিলা এই রোগে আক্রান্ত হন, যাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই ক্যান্সারের মূল উৎস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ। চিকিৎসকদের মতে, এই ভাইরাস থেকে বাঁচতেই এই টিকা নেওয়া অত্যন্ত জরুরি।
HPV টিকা সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য দু’টি ডোজেই কার্যকর। তবে যাঁদের বয়স ১৪ বছরের উপরে, তাঁদের তিনটি ডোজ দিতে হয়। রাজ্য সরকার চাইছে, মেয়েরা নির্দিষ্ট বয়সে এই টিকা পেয়ে সুরক্ষিত হয়ে উঠুক ভবিষ্যতের জন্য।
এই উদ্যোগ স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে রাজ্যের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্যের সুরক্ষা এবং ক্যান্সার প্রতিরোধে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
