বিপুল জরিমানার মুখে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা! রবিবার Delhi Capitals-এর বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হল Mumbai Indians দলের অধিনায়ক রোহিত শর্মাকে।জানা গেছে, তিনি এরপরেও আবার স্লো ওভার রেট করলে রোহিতের পাশাপাশি দলের বাকি সদস্যদেরও জরিমানা করা হবে।
বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে IPL-এর পক্ষ থেকে বলা হয়, “২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের জন্য। এটা দলের প্রথম ভুল তাই IPL-এর কোড অফ কন্ডাক্ট অনুযায়ী রোহিত শর্মাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”এ ক্ষেত্রে উল্লেখযোগ্য যে,এবার IPL-এর প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।শুরু টা ভালো হলেও দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয় তারা।
দিল্লির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল কুলদীপ যাদবের।এই ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স।রান হয় ১৭৭ । ঈশান কিষান ৮১ রানে অপরাজিত থাকেন।এদিকে, রোহিত শর্মার টোটাল হয় ৪১ রান। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে মুম্বই। আর দিল্লির হয়ে তিনটে উইকেট নেন কুলদীপ যাদব ও আরো ২ টি উইকেট নেন খলিল আহমেদ। এর জবাবে ব্যাট করতে নামে দিল্লি।কিন্তু শুরু টা তাদের ভাল ছিল না। যদিও ললিত যাদব ৪৮ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান বলে জানা গেছে। এছাড়াও ওপেনার পৃথ্বীশ করেন ৩৮ রান এবং অধিনায়ক ঋষভ পন্থ ১ রানে আউট হন। ০ করেন মনদীপ সিং। এইভাবে,দলের কেউ বড় রান করতে না পারলেও দলগত পারফরম্যান্সের জন্যই দিল্লি জয়ী হয়।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
মুম্বইয়ের হয়ে ৩টি উইকেট নেন বাসিল থাম্পি, ২টি উইকেট নেন মুরুগান অশ্বিন ও ১টি উইকেট নেন টিমাল মিলস।তবে, ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব।আর তারপরই নিজের বক্তব্য রাখতে গিয়ে রোহিত শর্মার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, “আমার জন্য কঠিন সময় ছিল। আমি পাঁচমাস চোটের কারণে বাইরে ছিলাম। ফলে রিহ্যাব থেকে ফেরাটা কঠিন ছিল। NCA-তে আমার ট্রেনার ও বাকিদের ধন্যবাদ প্রাপ্য। এবং ভারতীয় দলেও সুযোগ পেয়েছি। ধীরে ধীরে মনোবল বেড়েছে। রোহিত শর্মা অনেক সাহায্য করেছে আমি রোহিত শর্মার সঙ্গে কথা বলতাম সমস্যায় পড়লেই।”