জর্দা নদীর ঘাট পরিদর্শন এবং সচেতনতার বার্তা দিলেন এসডিও সুদীপ পাল

জর্দা নদীর ঘাট পরিদর্শন এবং সচেতনতার বার্তা দিলেন এসডিও সুদীপ পাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জর্দা নদীর ঘাট পরিদর্শন এবং সচেতনতার বার্তা দিলেন এসডিও সুদীপ পাল। ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে জলে ডুবে কিশোরের মর্মান্তিক দুর্ঘটনার স্থান পরিদর্শন করলেন এসডিও সুদীপ পাল। মঙ্গলবার ময়নাগুড়ি সিনেমাহল পাড়া এলাকার জর্দা নদী পরিদর্শন করেন। এমনকি এলাকার মানুষকে সচেতন করেন।

 

এদিন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌর সভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পৌরসভার কাউন্সিলর সহ সিভিল ডিফেন্সের কর্মীরা। উল্লেখ্য, গত শনিবার জর্দা নদীতে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক কিশোরের।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এই ঘটনার পর জর্দা নদীর সেই দুর্ঘটনার জায়গা পরিদর্শনে করতে এলেন এসডিও সুদীপ পাল। সঙ্গে ছিলেন পৌর প্রশাসন ও ব্লক প্রশাসন।

 

এদিনের এই পরিদর্শনের পাশাপাশি ওই এলাকার মানুষদের সচেতন করা হয়। এমনকি এই বিষয় গুলি মাইক যোগেও প্রচার চালনো হয়। এই বিষয়ে এসডিও সুদীপ পাল বলেন,” জর্দা নদীর বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে ধারণা। তাই আমরা নদী সংলগ্ন এলাকার মানুষদের সচেতন করলাম। তারা যাতে কোনো ভাবেই নদীতে না নামেন এমনকি বাইরে থেকে কেউ এলেও তাদেরকে বাঁধা দিয়ে আটকাতে হবে ।

আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী

অন্যদিকে এসডিও ,সুদীপ পাল আরও জানান দুর্ঘটনা গ্রস্ত ,নদীরস্থানগুলিতে সাইনবোর্ড লাগানো হবে,সাইনবোর্ড গুলি ব্লক প্রশাসন সহ ,ময়নাগুড়ি পৌরসভা কেএই দায়িত্ব দিয়েছেন।সেই সঙ্গে তিনি বারবার,জর্দা নদীর সংলগ্ন ,বাসিন্দাদের সচেতন করেন যেকোনো ব্যক্তি,অথবা বাচ্চারা সাঁতার ,না জানলে নদীতে না নাম্বার ,অনুরোধ জানান,সেইসঙ্গে পার্শ্ববর্তী এলাকা থেকে কোন মানুষ ,না জানলে তাদেরকেও,নদীতে না নামার ,জন্য স্থানীয় এলাকাবাসীদের ,সচেতন করেন। জর্দা নদীর ঘাট

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top