জলচক-গোকুলচক দুর্গোৎসবের থিমে কোচবিহারের রাজবাড়ি

জলচক-গোকুলচক দুর্গোৎসবের থিমে কোচবিহারের রাজবাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার জলচক-গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব এবার নজর কেড়েছে অভিনব থিমে। এ বছরের পুজোর মূল আকর্ষণ কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়ির আদলে তৈরি মণ্ডপ। চমকপ্রদ নকশা ও সুক্ষ্ম কারুকার্যে রাজবাড়ির শৌর্য ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।

পুজো কমিটির সদস্যরা জানান, দর্শনার্থীরা যেন রাজবাড়ির স্থাপত্য ও ঐতিহাসিক বৈভবের ছোঁয়া পান, সেই উদ্দেশ্যেই এই থিম বেছে নেওয়া হয়েছে। স্থানীয় শিল্পীদের সৃজনশীল হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে কোচবিহারের রাজকীয় আবহ।

দুর্গোৎসবের দিনগুলোতে মণ্ডপে ভিড় জমবে হাজার হাজার মানুষের, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top