হাওড়া – ঠিক যেন বাড়ির মানুষ! সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে ‘জলতরঙ্গ’ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপথে হাওড়ার গ্রামে পৌঁছে টোটোয় ঘুরলেন বিভিন্ন এলাকা। রাস্তার পাশের দোকানে বসে চা-চপ খেলেন। এমন মানুষঘনিষ্ঠ রূপে রাজ্যপালকে দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।
এর আগেও বিভিন্ন সময় অশান্তির সংবাদ পেয়ে রাজ্যের নানা প্রান্তে ছুটে গিয়েছেন তিনি। কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কখনও বা শুধু বাজারে ঘুরে তাঁদের সমস্যা ও দৈনন্দিন জীবনের সংগ্রাম বোঝার চেষ্টা— এসবই রাজ্যপালের অভ্যাসে পরিণত হয়েছে। সম্প্রতি ‘জলতরঙ্গ’ কর্মসূচির ঘোষণা হয়, যেখানে তিনি গঙ্গার ধার ঘেঁষা গ্রামের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন।
সেই পরিকল্পনা অনুযায়ী, এদিন বাবুঘাট থেকে জলপথে হাওড়া যান রাজ্যপাল। এরপর টোটোয় চেপে পৌঁছে যান ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। গ্রামের দোকানে বসে চা-চপ খাওয়ার মধ্য দিয়ে আরও একবার প্রমাণ মিলল, রাজ্যপালের লক্ষ্য মানুষকে নিজেদের মতো করে জানা এবং বোঝা। পাশাপাশি এলাকার একটি মন্দিরে পুজোও দেন তিনি।
জানা গিয়েছে, নাজিরগঞ্জের পর এদিন সাঁকরাইল ও বজবজেও যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্যপালকে এত কাছে পেয়ে আনন্দে ভেসেছেন এলাকার মানুষ। তাঁদের আশা, এবার হাতে-হাতে মিলবে সমস্যার সমাধান।




















