উত্তরবঙ্গ – জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি মেশিনের সাহায্যে নদী পার করে নিরাপদে মাদারিহাটে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জলদাপাড়া টুরিস্ট লজে কোনও পর্যটকই আটকে নেই।
গতকাল প্রবল জলস্রোতে হলং নদীর উপর কাঠের সেতু ভেঙে যায়, যার ফলে জলদাপাড়ায় আসা বেশ কয়েকজন পর্যটক নদীর অপর পারে আটকে পড়েছিলেন। প্রাথমিকভাবে কিছু পর্যটককে কুনকি হাতির মাধ্যমে নদী পার করানো হয় বিকেলের দিকে। বাকিদের আজ সকালে জেসিবি করে নদী পার করে নিরাপদে মাদারিহাটে পৌঁছে দেওয়া হয়েছে।
এখন হলং নদীর জলস্তর অনেকটাই কমে এসেছে, এবং প্রশাসনের তৎপরতায় সমস্ত পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
