জলপাইগুড়িতে শ্রমজীবীর হাতে প্রদীপ জ্বলে দুর্গাপুজোর উদ্বোধন

জলপাইগুড়িতে শ্রমজীবীর হাতে প্রদীপ জ্বলে দুর্গাপুজোর উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলপাইগুড়ি – পুজোর উদ্বোধনের সাধারণ দৃশ্যে নামজাদা তারকাদের ভিড় থাকলেও, এবার জলপাইগুড়ির বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারে ঘটল ব্যতিক্রম। এ বছরের ২৬তম বর্ষের দুর্গোৎসবের উদ্বোধন করেন ৮০ বছর বয়সী ভ্যান রিক্সাচালক বুলন কামতি। তিনি প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করতেই উপস্থিত জনতা হাততালিতে ফেটে পড়ে।

ক্লাবের পক্ষ থেকে তাঁকে মঞ্চে বসিয়ে সংবর্ধনা দেওয়া হয়। হঠাৎ পাওয়া এই সম্মানে বাকরুদ্ধ হয়ে পড়েন প্রবীণ শ্রমজীবী। ক্লাবের সাধারণ সম্পাদক নব্যেন্দু মৌলিক বলেন, “সংবিধান বলছে সমানাধিকারের কথা। অথচ খেটে খাওয়া মানুষ আজও বঞ্চিত। তাই তাঁদের প্রাপ্য সম্মান দিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।” এই উদ্যোগের মাধ্যমে সাম্যের বার্তা আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক নেতারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা সৌজিত সিংহ বলেন, “যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তাঁদের দিয়েই উদ্বোধন করানো হয় অধিকাংশ জায়গায়। এই প্রথা ভেঙে খেটে খাওয়া মানুষকে সম্মান জানানো সত্যিই দৃষ্টান্তমূলক।” তৃণমূলের নেতা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডলও মন্তব্য করেছেন, “এ এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলাম। সত্যিই ব্যতিক্রমী আয়োজন।”

তারকাখচিত উদ্বোধনের পরিবর্তে এক শ্রমজীবীর হাতে প্রদীপ জ্বালিয়ে এ বার্তা পুনর্ব্যক্ত হলো—ভারতের সংবিধান সাম্যের কথা বলে, এবং বাস্তবেও সেই সাম্যের প্রয়োগ সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top