ভাইরাল – রাজস্থানের জয়পুর শহরে বর্ষায় জলমগ্ন রাস্তায় ঘটল এক হৃদয়বিদারক দৃশ্য, যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। নতুন কেনা মোবাইল ফোনটি নর্দমায় পড়ে যাওয়ায় রাস্তাতেই কান্নায় ভেঙে পড়লেন এক তরুণ। মূহূর্তের অসাবধানতা কেড়ে নিল তিল তিল করে জমিয়ে কেনা ‘কষ্টার্জিত সম্পদ’।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার জেরে জয়পুরের অধিকাংশ রাস্তায় জল জমে রয়েছে। সেই রকমই এক জলে ভর্তি রাস্তায় দাঁড়িয়ে ফোন ব্যবহার করছিলেন এক তরুণ। হঠাৎ অসাবধানতাবশত ফোনটি হাত থেকে ছিটকে খোলা নর্দমায় পড়ে যায়। মুহূর্তে হতবাক হয়ে যান তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হতভাগ্য ওই তরুণ হাঁটু জল পেরিয়ে বারবার ফোনটি খোঁজার চেষ্টা করছেন। একসময় হাল ছেড়ে দিয়ে রাস্তাতেই হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করেন। আশপাশের পথচারী ও গাড়িচালকরা থমকে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকেন সেই দৃশ্যের দিকে।
এই মর্মান্তিক ঘটনার ভিডিও ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়। ইতিমধ্যেই ভিডিওটি ৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “তরুণটিকে দেখে খুব খারাপ লাগছে। এটা কেবল মোবাইল নয়, হয়তো তার সারা বছরের সঞ্চয় ছিল তাতেই।” আরেকজন মন্তব্য করেছেন, “আজকের দিনে ফোন হারানো অনেকের কাছে মানসিক ধাক্কার মতো।”
