ঝাড়গ্রাম- জল নেই স্কুলে।জলের অভাবে মিডডে মিলের ভাত রান্না হলো না স্কুলে।মিড ডে মিলে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হলো পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউন শিপ প্রাথমিক বিদ্যালয়ে।
কমবেশি এক বছর ধরে অকেজো স্কুলের পানীয় জলের পাম্প। তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল। খাস ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায়, সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়। এখানে পানীয় জলের তীব্র অভাব, ফলে মিলছে না মিড ডে মিল রান্নার জলও। তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে, উদ্বেগেই থাকতে হয় শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের।
ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়। পাশে রয়েছে দু দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয়। সব মিলিয়ে খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০ জন।ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিস এর মাঝে এই বিদ্যালয়। তবুও স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোনও দফতরই সচেষ্ট নয় বলে আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষিকা আরও জানান জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরেও হয়নি সমস্যার সমাধান। কবে জল সমস্যা মিটবে সে দিকেই তাকিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা।
