জলের কল ঘুরিয়ে ‘স্নান’ গোখরোর!

জলের কল ঘুরিয়ে ‘স্নান’ গোখরোর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – গরমে হাঁসফাঁস করছে মানুষ তো বটেই, এবার যেন সাপও খুঁজছে স্বস্তির পথ! এমনই এক অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভাইরাল ভিডিয়োতে, যেখানে দেখা যাচ্ছে—এক গোখরো সাপ জলের কল পেঁচিয়ে নিজেই ‘স্নান’ সারছে!

ভিডিয়োয় দেখা যায়, একাধিক জলের কল থেকে টানা জল পড়ছে। ঠিক সেই সময় একটি বিষধর গোখরো উঠে পড়ে কলের হ্যান্ডলে। নিজেই যেন কলটি পেঁচিয়ে দিল সে। এরপর ফণা তুলে বারবার সামনের দিকে এগিয়ে যায় সাপটি, আবার জলের নিচে মাথা রেখে নিশ্চিন্তে অবস্থান নেয়, যেন গরম থেকে রেহাই পেতে একেবারে জলে ডুবে স্নান করছে সে।

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ইনস্টাগ্রামে ‘বিহারীলালকে_সপনে’ নামের এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। যদিও ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ভিডিয়োটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও মজাদার। কেউ লিখেছেন, “খুবই বিপজ্জনক পরিস্থিতি। এমনটা দেখলে আমি এক মুহূর্ত না ভেবে দৌড়ে পালাতাম।” আবার আরেকজন রসিকতা করে বলেন, “গরমটা আর সহ্য হচ্ছিল না বোধহয়, তাই গোখরোও নামল স্নানে!”

প্রাণীদের এমন আচরণ যেমন বিস্ময়ের, তেমনই মনে করিয়ে দেয় প্রকৃতির রহস্যময়তা ঠিক কতটা গভীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top