ভাইরাল – চুম্বনের জগতে ফরাসি চুম্বনের জনপ্রিয়তা সর্বজনবিদিত। কিন্তু এবার সেই রোম্যান্সে মাতো এক জোড়া খুনি তিমি! সম্প্রতি নরওয়ের কেভেনিংগেন ফজর্ডসের গভীর জলে নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়—দু’টি ওরকা (killer whale) প্রায় দু’মিনিট ধরে জলের তলায় ‘ফ্রেঞ্চ কিস’-এ ব্যস্ত!
এই বিরল মুহূর্তটি রেকর্ড করেন প্রাণিবিজ্ঞানীদের একটি দল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, জলের নিচে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীরভাবে একে অপরকে চুম্বন করছে ওরকা যুগল। শুধু তাই নয়, বিজ্ঞানীরা দাবি করছেন, ওরা একে অপরের জিভ স্পর্শ করেছে এবং হালকা কামড়ও দিয়েছে। আদরের এমন বহিঃপ্রকাশ দেখে গবেষকরাও রীতিমতো হতবাক।
এই দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল ‘Science Alert External Source’। এরই মধ্যে লাখের ওপর মানুষ দেখে ফেলেছেন সেই অনন্য মুহূর্ত, মন্তব্যের ঘরে বিস্ময়, মুগ্ধতা আর ভালোবাসার ঢল।
বিশেষজ্ঞদের মতে, এটি একেবারেই নতুন আবিষ্কার। সামুদ্রিক জীববিজ্ঞানী হাভিয়ের আলমুনিয়া জানিয়েছেন, “এই ধরনের আচরণ ওরকার ক্ষেত্রে খুবই অস্বাভাবিক। হয়তো নিজেদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে বা খাবার বিনিময়ের ইঙ্গিত দিতেই এমন আচরণ করেছে তারা।” তবে এই ঘটনার পেছনে নিখুঁত ব্যাখ্যা এখনো মেলেনি। গবেষণা চলছে পুরোদমে।
উল্লেখ্য, ওরকা বা খুনি তিমি কেবল তাদের শিকার দক্ষতার জন্য নয়, বরং বুদ্ধিমত্তার জন্যও সুপরিচিত। তবে এমন প্রেমময় আচরণ—তা-ও আবার জলের তলায়—এই প্রথম ধরা পড়ল বিশ্বের সামনে।
