নিজস্ব সংবাদদাতা, আসানসোল: জল ভরার জন্য পাইপ লাগনো কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি আর তার জেরেই মৃত এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত রহমত নগর চাষা পট্টি এলাকায। জানা যায় এদিন দুপুর বারোটা নাগাদ হঠাৎই জল ভরার জন্য পাইপ লাগানো কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা বাঁধে। এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতির পর্যায়ে চলে যায়।সেই গন্ডগোলের মধ্যেই মার খেয়ে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়, নাম নবী হুসেন।ঘটনা স্থলে হিরাপুর থানার পুলিশ। শুধুমাত্র বচসার জেরেই মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।