ভাইরাল – দুবাই থেকে দিল্লি আসা এক যাত্রীর হাতে থাকা জলের বোতল দেখে সন্দেহ হয় শুল্ককর্তাদের। বিমানবন্দরে তাঁকে আটক করে তল্লাশি চালাতেই প্রকাশ্যে আসে অবাক করা তথ্য। বোতলের ঢাকনার তলায় লুকানো ছিল চকচকে সোনার টুকরো! সোনা পাচারের এই অভিনব পদ্ধতি দেখে হতবাক হন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক আধিকারিকরা।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর দুবাই থেকে এআই-৯৯৬ ফ্লাইটে দিল্লিতে আসেন ওই যুবক। গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে শুল্ক বিভাগ। তাঁর জলের বোতলের ছিপির তলায় মজুত ছিল ১৭০ গ্রাম ওজনের সোনার টুকরো। বোতল খুলতেই চমকে ওঠেন তদন্তকারীরা।
ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডলে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বিস্ময় ও রসিকতার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিয়ো দেখে।




















