ভাইরাল – ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে বিধ্বস্ত জামাইকা। মঙ্গলবার বিকেলে দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়, যার তীব্রতা এতটাই ছিল যে সেটিকে ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার। প্রবল ঝড়বৃষ্টির দাপটে রাস্তা-ঘাট জলমগ্ন, কোথাও ঘরবাড়ি ভেঙে চুরমার, কোথাও আবার হাসপাতালের ছাদ উড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একের পর এক ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় সমুদ্রের মতো ঢেউ খেলছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেলিসার আঘাতে জামাইকার অধিকাংশ জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত দু’লক্ষ মানুষ বিপর্যস্ত। এমনকি বেশ কিছু হাসপাতালেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সমুদ্র উপকূলে ১৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে আগাম সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে জামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে এগিয়ে যাচ্ছে, ফলে কিউবার উপকূলবর্তী বাসিন্দাদের ইতিমধ্যেই সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
হারিকেন মেলিসার প্রভাবে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও বিপর্যয় নেমে এসেছে। ফ্লোরিডার একাধিক এলাকায় প্রবল ঝড়বৃষ্টিতে জল জমে গিয়েছে, এমনকি কিছু বিলাসবহুল হোটেলের লবি পর্যন্ত জলে ডুবে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেলের কর্মচারীরা মরিয়া চেষ্টা করছেন জল সরানোর।
এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই প্রাণ কেড়েছে সাত জনের—যাঁদের মধ্যে তিন জন জামাইকার, তিন জন হাইতির এবং একজন ডমিনিকান রিপাবলিকের বাসিন্দা। গত ১৭৪ বছরে এত ভয়াবহ হারিকেনের মুখোমুখি হয়নি জামাইকা, বলছেন স্থানীয়রা। দেশজুড়ে চলছে উদ্ধারকাজ ও জরুরি পরিষেবার তৎপরতা।



















