বধুকে জলে চুবিয়ে খুনের চেষ্টা, স্বামী গ্রেপ্তার।। “”মোবাইল ফোনে কথা বললে সন্দেহ জের স্ত্রীর গায়ে বিড়ি সিগারেটের ছ্যাকা”। বসিরহাট হাসনাবাদ থানার বরুনহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরুণী গ্রামের ঘটনা। বছর ২৮,এর গৃহবধূ ছাবিনা বিবি, স্বামী আরিফ মিস্ত্রি পেশায় গাছ কাটার শিউলি। কেবলমাত্র সন্দেহের বশে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার। সারা শরীরের বিড়ি-সিগারেট ছ্যাকা, প্রতিবাদ করলে বেধড়ক মারধর। মাদকাসক্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। আক্রান্ত স্ত্রী ও দেওর জ্যায়ের অভিযোগ, বাপের বাড়ির সঙ্গে মোবাইলে ফোনে কথা-বার্তা বরলে সন্দেহজনক ভাবে আর অত্যাচার বেড়ে যায়।
আজ সকাল বেলায় হঠাৎ স্বামী তার ছাবিনাকে ঘর থেকে টানতে টানতে মারধর করে পুকুরে নিয়ে জলে চুবিয়ে খুনের চেষ্টা করেন। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা হাতেনাতে ধরে ফেলে। পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে আরিফ কে গ আটক করে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্বামীকে পরে পুলিশ গ্রেপ্তার করে আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। স্ত্রী ছাবিনা দেওর সহ পরিবারের অন্যান্য সদস্যরা দাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুন – বাংলা এবং ভারতবর্ষের জন্য দোয়া প্রার্থনা করবেন, হজ্ব যাত্রীদের কাছে ফিরহাদের আবেদন
উল্লেখ্য, বসিরহাট হাসনাবাদ থানার বরুনহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরুণী গ্রামের ঘটনা। বছর ২৮,এর গৃহবধূ ছাবিনা বিবি, স্বামী আরিফ মিস্ত্রি পেশায় গাছ কাটার শিউলি। কেবলমাত্র সন্দেহের বশে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার। সারা শরীরের বিড়ি-সিগারেট ছ্যাকা, প্রতিবাদ করলে বেধড়ক মারধর। মাদকাসক্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। আক্রান্ত স্ত্রী ও দেওর জ্যায়ের অভিযোগ, বাপের বাড়ির সঙ্গে মোবাইলে ফোনে কথা-বার্তা বরলে সন্দেহজনক ভাবে আর অত্যাচার বেড়ে যায়।
আজ সকাল বেলায় হঠাৎ স্বামী তার ছাবিনাকে ঘর থেকে টানতে টানতে মারধর করে পুকুরে নিয়ে জলে চুবিয়ে খুনের চেষ্টা করেন। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা হাতেনাতে ধরে ফেলে। পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে আরিফ কে গ আটক করে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্বামীকে পরে পুলিশ গ্রেপ্তার করে আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। স্ত্রী ছাবিনা দেওর সহ পরিবারের অন্যান্য সদস্যরা দাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে