জল খেয়ে অসুস্থ্য হয়ে মৃত্যু কিশোরের অসুস্থ্য প্রায় শতাধিক

জল খেয়ে অসুস্থ্য হয়ে মৃত্যু কিশোরের অসুস্থ্য প্রায় শতাধিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জল খেয়ে অসুস্থ্য হয়ে মৃত্যু কিশোরের অসুস্থ্য প্রায় শতাধিক। স্কুল থেকে বাড়ি ফিরে জল খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক কিশোরের। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার জলকর মথুরাপুর এলাকায়। জলকর মথুরাপুর গ্রামে জল বাহিত রোগে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর ‍ পাশাপাশি অসুস্থ প্রায় শতাধিক।মৃত কিশোরের নাম শুভদীপ হালদার।ভীমপুর থানার জলকর মথুরাপুর গ্রামে এই কিশোরের মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্র মারফত জানা গেছে বেশ কয়েকদিন ধরেই এই গ্রামে জল খেয়ে শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে থাকে এলাকার লোকজন।

 

শরীর খারাপের পাশাপাশি পেটের সমস্যা শুরু হয় হয় বলে অভিযোগ গ্রামের মানুষজনের ৷ অসুস্থ কিশোরকে প্রথমে পাশের গ্রামের হাতুড়ে চিকিৎসককে দেখালে চিকিৎসক তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। চিকিৎসকের কথা মতো জেলা শক্তিনগর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। এরপর শারিরীক অবস্থার অবনীতি হওয়ায় তাকে কল‍্যানী জে এন এম হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। কল‍্যানী নিয়ে যাওয়ার পথেই কিশোরের মৃত্যু হয়।

আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য

এই কিশোরের মৃত্যুর পর আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। । এলাকার মেডিকেল টিম এসে বিভিন্ন মানুষ কে শারিরীক পরীক্ষা করার পর তাদের কে ওয়ারেশ মেডিসিন দেওয়া হচ্ছে।ঘটনার খবর পেয়ে গ্রামে এসে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ।গ্রামের মানুষের সঙ্গে কথা বলে কীভাবে এই পরিস্থিতি হলো করে জানবার চেষ্টা করছে। এইঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।জল বাহিত কারণেই কি এই রোগ হয়েছে চিন্তায় প্রশাসন ? ইতিমধ্যেই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জল খেয়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top