
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে ও জেলাপুলিশের উদ্যোগে জল তরঙ্গ কাপ ফুটবল হয়ে গেল হরিহরপাড়া থানা ময়দানে। রবিবার এই খেলার সূচনা করেন ডিএসপি হেড কোয়াটার মুর্শিদাবাদ মৃনাল কান্তি মন্ডল মহাশয়।
পুলিশ জনতা সুসম্পক বজায় রাখতে এবং জন সাধারনকে আরও সজাগ রাখতে জেলার প্রতিটি থানায় চলছে এই জল তরঙ্গ কাপ ফুটবল। রবিবার দুপুরে হরিহরপাড়া থানার মাঠে এই টুনামেন্টের সূচনা করেন ডিএসপি হেড কোয়াটার মুর্শিদাবাদ মৃনাল কান্তি মন্ডল। এছাড়াও সুচনা পবে উপস্থিত ছিলেন হরিহড়পাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল, হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাঝি সহ অন্যান্য প্রশাসনিক কর্মী আধিকারিকেরা। মোট ১৬ টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে । প্রথম দিনের এই খেলায় ৮টি দল অংশ নেই। এই জল তরঙ্গ কাপে ফুটবল ছাড়াও আছে কবাডি, খো খো এবং নৌকা বাইচ প্রতিযোগিতা l



















