জল নিকাশির স্থায়ী সমাধানের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি। এলাকায় অবিলম্বেই জল নিকাশির সমস্যার ব্যবস্থা করতে হবে এই দাবি তুলে টায়ার ফেলে বেলদা – কেশিয়াড়ি রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ পাড়া এলাকার বাসিন্দারা।
তাঁদের দাবি, দীর্ঘদিন এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে, ফলে বর্ষাকাল এলেই চারদিক জলমগ্ন হয়ে নাজেহাল হতে হয় বাসিন্দাদের।
বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের সময় মিলেছে শুধু আশ্বাস! এমনই অভিযোগ তুলে আজ কেশিয়াড়ির গ্যারেজ পাড়া এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বেই জল নিকাশির স্থায়ী সমাধান করতে হবে।না হলে এই অবরোধ চলবে। এদিকে ,দীর্ঘ ৭ ঘন্টা বিক্ষোভের পর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কেশিয়াড়ির জয়েন্ট বিডিও আধিকারিক প্রবীর কুমার দত্ত। তাঁর আশ্বাসের পর ক্ষুব্ধ এলাকাবাসিরা অবরোধ তুলে নেন।
তবে, এদিনই বিডিও আধিকারিকের নির্দেশে তৎক্ষণাৎ শুরু হয় জলনিকাশির নালা কাটার কাজ। জেসিবি মেশিন দিয়ে রাস্তা বরাবর পুরানো ভরে যাওয়া নালার উপরেই চলে গভীর নিকাশি নালা কাটার কাজ। শেষ অবধি দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানের আশু হওয়ায় ঘটনায় বেশ খুশি বলে জানান বাসিন্দারা। বিডিও আধিকারিক এর তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেওয়াই তাঁর এহেন উদ্যোগকে এলাকাবাসীরা কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
উল্লেখ্য, শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি। এলাকায় অবিলম্বেই জল নিকাশির সমস্যার ব্যবস্থা করতে হবে এই দাবি তুলে টায়ার ফেলে বেলদা – কেশিয়াড়ি রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ পাড়া এলাকার বাসিন্দারা।
তাঁদের দাবি, দীর্ঘদিন এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে, ফলে বর্ষাকাল এলেই চারদিক জলমগ্ন হয়ে নাজেহাল হতে হয় বাসিন্দাদের।বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের সময় মিলেছে শুধু আশ্বাস! এমনই অভিযোগ তুলে আজ কেশিয়াড়ির গ্যারেজ পাড়া এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বেই জল নিকাশির স্থায়ী সমাধান করতে হবে।না হলে এই অবরোধ চলবে। এদিকে ,দীর্ঘ ৭ ঘন্টা বিক্ষোভের পর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কেশিয়াড়ির জয়েন্ট বিডিও আধিকারিক প্রবীর কুমার দত্ত। তাঁর আশ্বাসের পর ক্ষুব্ধ এলাকাবাসিরা অবরোধ তুলে নেন।
তবে, এদিনই বিডিও আধিকারিকের নির্দেশে তৎক্ষণাৎ শুরু হয় জলনিকাশির নালা কাটার কাজ। জেসিবি মেশিন দিয়ে রাস্তা বরাবর পুরানো ভরে যাওয়া নালার উপরেই চলে গভীর নিকাশি নালা কাটার কাজ।