জল সরবরাহ বন্ধ, নবান্নের হেল্পলাইনেও মিলছে না আশ্বাস!

জল সরবরাহ বন্ধ, নবান্নের হেল্পলাইনেও মিলছে না আশ্বাস!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া – হাওড়া পুরসভা এলাকায় আগামী শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রবিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন ও ড্রেনেজ মেরামতের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সংকটের মুখে পড়েছেন, যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁয়েছে।হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, নটবর পাল রোড, কামারডাঙা রোড এবং ইস্ট-ওয়েস্ট রোডের পাইপলাইনে সমস্যা চিহ্নিত হয়েছে। “মেরামতের কাজ জরুরি, নাহলে দীর্ঘমেয়াদি জল সংকট হতে পারে,” জানিয়েছেন পুরসভার এক কর্মকর্তা। তবে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা রমেশ মণ্ডল বলেন, “গরমে জল ছাড়া থাকা অসম্ভব। বিকল্প ব্যবস্থার কথা পুরসভা ভাবেনি কেন?” নবান্ন চালু করা হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ থাকলেও, তাৎক্ষণিক সমাধানের আশা কম।আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত তীব্র গরম অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে বাসিন্দারা জল সংরক্ষণ ও বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। পুরসভা জানিয়েছে, কাজ শেষ হলে জল সরবরাহ স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা কমবে। তবে, এই ১১ ঘণ্টা বাসিন্দাদের জন্য এক কঠিন পরীক্ষা হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top