জাঁকিয়ে শীত পড়তে কতদিন বাকি? কি বলছে আবহাওয়া দফতর । আবছা কুয়াশা মাখা ভোরে শিরশিরে ঠান্ডা হাওয়া। ভোর রাতে টেনে নেওয়া গায়ের পাতলা চাদর সরিয়ে সকালের আড়মোড়া। এমনভাবেই গত কয়েকদিন ধরে দিন শুরু বঙ্গবাসীর। জাঁকিয়ে শীতের অপেক্ষায় শীত। আবহাওয়া দফতর জানিয়েছে,বাতাসে শীত শীত আমেজ থাকলেও এখনও শীত আসতে বেশ কিছুটা দেরি । তবে আগামী কয়েকদিন পারদ আরও নিম্নমুখী হতে পারে। এমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নিম্নমুখী হতে পারে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনাই নেই। আকাশ পরিষ্কারই থাকবে আগামী কয়েকদিন।কারণ, এই বছর বর্ষা বিদায় হয়েছে অনেক দেরিতে।
বর্ষা বিদায়ের পর থেকেই রাজ্যে শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। উত্তর-পশ্চিম দিক থেকে ইতিমধ্যেই ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কালীপুজোর রাতেও বাংলাজুড়ে সেই আমেজই ছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ বছর বর্ষা যেমন দীর্ঘস্থায়ী হয়েছিল, তেমনই এবার বেশ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনি ও রবি রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলেও জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে।
আর ও পড়ুন রায়গঞ্জ শহরে পাখি মৃত্যুর সংখ্যা বাড়ছে, কেন? জানুন
তবে রাজ্যে এখনও সেভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করছে না। এর জেরে তাপমাত্রার বিশেষ তারতম্য হচ্ছে না। উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তবে ৩-৪ দিন পরে তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ৪-৫ দিন পরে আবহাওয়া আরও কমতে পারে। পারদ তখন কিছুটা নিম্নমুখী হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি কম থাকবে।
প্রায় আট ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। পাহাড়ের তাপমাত্রাও একই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচদিন উত্তরেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ কিছুটা বাড়বে। সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে। সকালে ঠান্ডা আমেজে দিন শুরু কলকাতাবাসীরও। রাত পেরিয়ে ভোরেও বইছে ঠান্ডা৪ হাওয়া। বেলা বাড়তেই ফের গলদঘর্ম দশা।