জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় ফুটবল ম্যাচের আয়োজন করলো ৯৪ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তরফে। আজ 29শে আগস্ট 2022, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে, ৯৪ ব্যাটালিয়ন সেক্টর কিষাণগঞ্জ উত্তরবঙ্গ সীমান্তরক্ষী বাহিনী ব্যাটালিয়নের শ্রী রাঘবেন্দ্র সিং মহাশয়ের নেতৃত্বে নয়াবাড়ির সীমান্ত চৌকির কাছে দেবীঝোড়া ফুটবল মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় ম্যাচটি আয়োজন করা হয়। আর এই খেলায় সীমান্ত গ্রাম দেবীঝোড়া ক্লাবের ফুটবল টিম এবং ৯৪ ব্যাটালিয়ন বিএসএফের ফুটবল টিম অংশগ্রহণ করে। খেলায় দেবীঝোড়া ক্লাবের ফুটবল টিম জয়ী হয় এবং ৯৪ বিএসএফ টিম দ্বিতীয় হয়। খেলা দেখতে পার্শ্ববর্তী সীমান্ত গ্রামের মানুষ উপস্থিত হন এবং উভয় দলের প্রতি উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বি এস এফের অধিকারিকগণ এবং এলাকার জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক সহ অ্যান্যরা।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় ফুটবল ম্যাচের আয়োজন করলো ৯৪ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তরফে। আজ 29শে আগস্ট 2022, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে, ৯৪ ব্যাটালিয়ন সেক্টর কিষাণগঞ্জ উত্তরবঙ্গ সীমান্তরক্ষী বাহিনী ব্যাটালিয়নের শ্রী রাঘবেন্দ্র সিং মহাশয়ের নেতৃত্বে নয়াবাড়ির সীমান্ত চৌকির কাছে দেবীঝোড়া ফুটবল মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় ম্যাচটি আয়োজন করা হয়। আর এই খেলায় সীমান্ত গ্রাম দেবীঝোড়া ক্লাবের ফুটবল টিম এবং ৯৪ ব্যাটালিয়ন বিএসএফের ফুটবল টিম অংশগ্রহণ করে। খেলায় দেবীঝোড়া ক্লাবের ফুটবল টিম জয়ী হয় এবং ৯৪ বিএসএফ টিম দ্বিতীয় হয়। খেলা দেখতে পার্শ্ববর্তী সীমান্ত গ্রামের মানুষ উপস্থিত হন এবং উভয় দলের প্রতি উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বি এস এফের অধিকারিকগণ এবং এলাকার জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক সহ অ্যান্যরা।