জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিতের আবারো অন্য ঘরানার ছবি

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিতের আবারো অন্য ঘরানার ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা,৮ জুলাই :- আবারো অন্য ঘরানার ছবিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। রুদ্ধশ্বাস থ্রিলারে এবার সৃজিত মুখোপাধ্যায়। বিগত কয়েক বছরে ভারত ও বাংলাদেশ মিলিয়ে থ্রিলার পাঠকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে মহম্মদ নাজিম উদ্দিনের‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। শোনা যাচ্ছে এক জনপ্রিয় ওয়েব মাধ্যমে এবার দেখা যাবে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’।

রবীন্দ্রনাথ কে নিয়ে কাজ করতে বরাবরই আগ্রহী পরিচালক সৃজিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই বিষয় নিয়ে কলকাতা ও ঢাকায় অনেক আলোচনা হয়। অবশেষে দীর্ঘ আলাপ-আলোচনার পর সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছবিটি তৈরির বিষয়ে।

দুই বাংলার শিল্পীদেরই দেখা যাবে এই সিরিজ়ে। মুশকান জুবেরির ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। যদিও প্রথমে এই চরিত্রের জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল, কিছু সমস্যা হওয়ায় এবার তার পরিবর্তে এই চরিত্রে দেখা যাবে পরীমনিকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী, মোশারফ হোসেন ও অনির্বাণ ভট্টাচার্য।

এর আগে‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ,‘ভিঞ্চিদা’ এবং ‘দ্বিতীয় পুরষ’-এর মতো থ্রিলার পরিচালনা করেছেন সৃজিত আর সবকটাই বক্স অফিসে সাফল্যের পাশাপাশি পেয়েছে দর্শকের প্রশংসা। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘ফেলুদা ফেরত’ সিরিজ়টি। এর পরেই তিনি নতুন ছবির কাজ শুরু করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top