রাজ্য – জানুয়ারির শুরুতেই শীতের ছন্দপতন দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বেড়েছে রাজ্যের দক্ষিণাংশে। তবে স্বস্তি নেই পুরোপুরি, কারণ ঘন কুয়াশার দাপট জারি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতও হতে পারে।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। এরপর দু’-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারাপতনের আশঙ্কা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীর-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে। পাশাপাশি উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং কুয়াশা আরও ঘন হবে।
বিশেষ করে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকাল ও রাতের দিকে সমস্যা বাড়তে পারে।
উত্তরবঙ্গেও বদলাতে চলেছে আবহাওয়া। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা বেশি। দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ ও সংলগ্ন অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস।
ঘন কুয়াশার দাপটও বজায় থাকবে উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা দেখা যেতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশায় ঢেকে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।



















