ঝাড়গ্রামের জামবনিতে হাতির হামলায় মৃত এক। বৃহস্পতিবার সকালে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর জঙ্গল ঘেরা মুড়াকাটি গ্রামে। হাতির হামলায় মারা যায় অশোক কুঁয়র ,তার বাড়ি ওই মুড়াকাটি গ্রামে, তার বয়স ৫১ বছর।
বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, গিধনী রেঞ্জের মুড়াকাটি এলাকায় জঙ্গলে প্রায় ২৫ টি দাঁতাল হাতি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান । কয়েকদিন ধরেই ওই এলাকায় ফসলের ক্ষতি করছে হাতির দল। সেই সঙ্গে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ।অবশেষে বৃহস্পতিবার সকালে হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটলো।
আর ও পড়ুন তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে
জানা যায়, হাতির দলের সামনে পড়ে যাওয়ায় হাতি শুঁড় দিয়ে অশোক কুঁয়র কে পা দিয়ে পিষে দেয় ।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং হাতির দল কে ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। বন দফতর কে গ্রামবাসীরা বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ ও বনদপ্তর এর আধিকারিকরা।
বন দফতর এর পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জামবনি থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঝাড়গ্রামের জামবনিতে হাতির হামলায় মৃত এক। বৃহস্পতিবার সকালে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর জঙ্গল ঘেরা মুড়াকাটি গ্রামে। হাতির হামলায় মারা যায় অশোক কুঁয়র ,তার বাড়ি ওই মুড়াকাটি গ্রামে, তার বয়স ৫১ বছর। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, গিধনী রেঞ্জের মুড়াকাটি এলাকায় জঙ্গলে প্রায় ২৫ টি দাঁতাল হাতি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান । কয়েকদিন ধরেই ওই এলাকায় ফসলের ক্ষতি করছে হাতির দল। সেই সঙ্গে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ।অবশেষে বৃহস্পতিবার সকালে হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটলো।