জামশেদপুরে রণক্ষেত্র ফুটবল মাঠ!

জামশেদপুরে রণক্ষেত্র ফুটবল মাঠ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জামশেদপুর- আইএসএল সেমিফাইনাল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি জামশেদপুরে। ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত হলেন মোহনবাগান সমর্থকেরা। অভিযোগ, স্থানীয় জামশেদপুর এফসি সমর্থকেরা সবুজ-মেরুন সমর্থকদের উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক আহত হয়েছেন।বৃহস্পতিবার আইএসএলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও জামশেদপুর এফসি। জমজমাট লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পায় জামশেদপুর। কিন্তু মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও।
এক্স-এ (আগের টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় পুলিশ মাঠে উপস্থিত হয়ে গ্যালারির একটি অংশ খালি করতে চায়। অভিযোগ, মোহনবাগান সমর্থকদের বার করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন সমর্থক রক্তাক্ত হন।এখনও স্পষ্ট নয়, কীভাবে সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে জামশেদপুর এফসি সমর্থকদের একাংশ উস্কানি দেয়, তারপরই সংঘর্ষ বাঁধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।



মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে ক্লাব জানায়, “সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। ফুটবল ভক্তদের ছাড়া খেলা হয় না, এমন ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয়।”এদিনের ম্যাচে মোহনবাগান তাদের চেনা ছন্দে খেলতে পারেনি। যদিও জেসন কামিংসের দুর্দান্ত ফ্রিকিক তাদের খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত বাংলার ছেলে ঋত্বিক দাসের অসাধারণ পারফরম্যান্সে জামশেদপুর জয় তুলে নেয়। ঋত্বিকের পাস থেকে জাভির গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।আগামী সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মোহনবাগান ঘরের মাঠে কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top