জামালপুর উপ-ডাকঘর প্রতারণা কাণ্ডে পোস্টাল এজেন্ট গ্রেপ্তার

জামালপুর উপ-ডাকঘর প্রতারণা কাণ্ডে পোস্টাল এজেন্ট গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় সিআইডি এক পোস্টাল এজেন্টকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হৃদয় রঞ্জন মাইতি। মঙ্গলবার বিকেলে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতার ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সিআইডি সূত্রে জানা গেছে, বুধবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে। এদিকে প্রতারিত আমানতকারীদের অভিযোগ, জামালপুর উপ-ডাকঘরের তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর এই প্রতারণার মূল হোতা এবং তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

জামালপুর হাটতলার বাসিন্দা রণজিৎ পালের পরিবারও এই প্রতারণার শিকার হয়েছে। সুরজিৎ পাল জানান, ২০২১ সালে তারা ফিক্সড ডিপোজিট স্কিমে ১২ লক্ষ ২০ হাজার টাকা জমা করেন এবং পোস্টমাস্টার বিদ্যুৎ সুর তাদের অ্যাকাউন্ট বই ইস্যু করেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণে টাকা প্রয়োজন হলে বিদ্যুৎ সুর তাদের জানান, কোনো ফিক্সড ডিপোজিট করা হয়নি।

এরপর পাল পরিবার বিদ্যুৎ সুরের বিরুদ্ধে বর্ধমান আদালতে মামলা করে এবং জেলা পুলিশ সুপার, ডাক বিভাগ ও সিবিআই দফতরে অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডি তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে সিআইডি জামালপুর উপ-ডাকঘরে একাধিক পোস্টাল এজেন্টকে জিজ্ঞাসাবাদ করে। ধৃত হৃদয় রঞ্জন মাইতির হাতের লেখা আমানতকারীদের পাসবই ও নথিপত্রের লেখার সঙ্গে মিল পাওয়া গেছে বলে সিআইডি জানিয়েছে। আজ তাকে আদালতে পেশ করে রিমান্ড চাওয়া হবে, যাতে বাকি অভিযুক্তদের খোঁজ মেলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top