Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Deepika's clothes and shoes cost three lakh 60 thousand rupees!

জামা আর জুতায় দীপিকার ( Deepika ) খরচ তিন লাখ ৬০ হাজার টাকা!

জামা আর জুতায় দীপিকার ( Deepika ) খরচ তিন লাখ ৬০ হাজার টাকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Deepika
জামা আর জুতায় দীপিকার ( Deepika ) খরচ তিন লাখ ৬০ হাজার টাকা!
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বলিউডের অন্যতম সেরা আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ( Deepika )। তাঁর প্রতি পদক্ষেপের খবর উঠে আসে খবরের শিরোনামে। বারবার তাঁর অনুরাগীদের কাছে  প্রশংসিত হয় তাঁর ড্রেসিং সেন্স। তাই দীপিকার ( Deepika )  পোশাক-পরিচ্ছদ নিয়ে স্বাভাবিকভাবেই  জানার আগ্রহ সবার।

 

সম্প্রতি দীপিকা পাড়ুকোন ( Deepika )  মুম্বাইয়ের ফিল্ম সিটিতে একটি ব্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন কালো প্যান্ট ও আবেদনময়ী ব্রালেটে। জানা গিয়েছে,  এই ফটোশুটে দীপিকা পাড়ুকোন যে কালো প্যান্ট পরেছেন, সেটি আলেকজান্ডার ম্যাককুইন ব্যান্ডের। যেটির বর্তমান বাজার মূল্য দুই লাখ ৪১ হাজার টাকার বেশি। আর, আবেদনময়ী ব্রালেটের দাম প্রায় ৭৩ হাজার টাকা।

 

আর ও পড়ুন    উত্তরবঙ্গে নতুন করে ভেঙে গেল তোর্সা নদীর ( Torsa River ) ২০০ মিটার বাঁধ

 

সেই অনুষ্ঠানে  দীপিকার পায়ে যে জুতা ছিল, সেটির বাজার মূল্য ৪৬ হাজার টাকার  বেশি। সব মিলিয়ে সেদিন প্যান্ট, জামা আর জুতায় দীপিকা খরচ করেছেন তিন লাখ ৬০ হাজার টাকার  বেশি।

 

উল্লেখ্য,   দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। আগামীতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া শকুন বাত্রার একটি সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। স্বামীর সমান পারিশ্রমিক দাবি করায় সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওড়া’ সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা বলে খবরে প্রকাশ।

 

প্রসঙ্গত,  দীপিকা পাড়ুকোন ( Deepika )  মুম্বাইয়ের ফিল্ম সিটিতে একটি ব্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন কালো প্যান্ট ও আবেদনময়ী ব্রালেটে। জানা গিয়েছে,  এই ফটোশুটে দীপিকা পাড়ুকোন যে কালো প্যান্ট পরেছেন, সেটি আলেকজান্ডার ম্যাককুইন ব্যান্ডের। যেটির বর্তমান বাজার মূল্য দুই লাখ ৪১ হাজার টাকার বেশি। আর, আবেদনময়ী ব্রালেটের দাম প্রায় ৭৩ হাজার টাকা।

 

দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। আগামীতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া শকুন বাত্রার একটি সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। স্বামীর সমান পারিশ্রমিক দাবি করায় সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওড়া’ সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা বলে খবরে প্রকাশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top