নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১ লা জুন :জামিনে মুক্ত এসএফআই নেতা সাগর শর্মা ও আনারুল হক প্রামানিক। শনিবার সকালে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার থেকে বেরিয়ে আসতেই উল্লাস শুরু হয় বাম নেতা কর্মীদের। ২ জনকে ফুলের মালা ও আবির দিয়ে বরন করে নেয় এস.এফ.আই কর্মীরা। উপস্থিত ছিলেন বামনেতা তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র পরিষদ শঙ্কর ঘোষ।
শঙ্কর ঘোষ জানিয়েছেন,সাগর শর্মা ও আনারুল হোক প্রামানিককে এক মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এই মিথ্যে মামলা সাজানোর পেছনে রয়েছে রাজ্যের শাসক দল। তবে রাজ্যের শাসক দল যে মোটেই ভালো কাজ করছে না তার ফল তারা এই লোকসভা ভোটে পেয়েছে।
জামিনে মুক্ত এসএফআই নেতা সাগর শর্মা ও আনারুল হক প্রামানিক
জামিনে মুক্ত এসএফআই নেতা সাগর শর্মা ও আনারুল হক প্রামানিক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram