নিজেস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগনা, ৭ই নভেম্বর,
মালদা জেলা আদালত থেকে জামিন নিতে সশরীরে মালদায় হাজির রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। গত পঞ্চায়েত নির্বাচনে মানিকচক ব্লক বিজেপির পক্ষ থেকে নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়।তৃণমূল কংগ্রেস বিজেপির এই মিছিলের বিপক্ষে আদালতে দারস্থ হন। সেই মামলাতে রাজ্য বিজেপি নেতা মুকুল রায়কে অভিযুক্ত করা হয়।
উক্ত মামলার পরিপ্রেক্ষিতে মুকুল রায়ের নামে গ্রেফতারি পরয়োনা জারি করে মালদা আদালত। সেই মামলার জামিন নিতে বৃহস্পতিবার সকালে মালদা জেলা আদালতে হাজির হন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। তার ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, “মিথ্যে মামলা দিয়ে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শাসক দল। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আইন মানে না। তিনি ৩০২ ধারার নিজে আসামি। তার নামে সিবিআই তদন্ত হওয়া উচিত”। এদিন মালদা জেলা আদালতে জামিন নিতে এসে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ্ করেন মুকুল রায়।