জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখাল পুলিশ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গোটা বিশ্বের সাথে মেতেছে মালদহ জেলা। এই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সমাজ জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে জায়ান্ট স্ক্রিন বা টিভিতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখাবার ব্যবস্থা করল পুলিশ। ফুটবলের প্রতি ছাত্র যুবদের আগ্রহ বাড়াতেই জেলা পুলিশের এই উদ্যোগ। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আর্জেন্তিনা ও ফ্রান্স। মেসি ও এমবাপের দ্বৈরথের উত্তাপকে কাজে লাগাতে মরিয়া জেলা পুলিশের আধিকারিকরা ।
জেলার বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয় । পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, গ্রামাঞ্চলে ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে পাশাপাশি এবারের বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার পারদকে বিশেষত গ্রামাঞ্চলে পৌঁছে দিতে বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল ম্যাচ দেখাবার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। ইন্টারনেটের যুগে টিভি ছাড়াও মোবাইলে ফুটবল ম্যাচ দেখা যায় কিন্তু অনেক প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের নেটওয়ার্ক যেমন দুর্বল দেখাও সম্ভব হয় না। অনেকেই পয়সার অভাবে মোবাইলে খেলা দেখতে পারেন না।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
বিশেষত সেই অঞ্চল গুলিতে এই জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান গ্রামেগঞ্জে খুব জনপ্রিয় ফুটবল খেলা। কিশোর থেকে তরুণ প্রজন্ম এই খেলায় বেশি করে অংশ নেন। পাশাপাশি দেখতেও ভিড় করেন। ফুটবল খেলার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ সহ অন্যান্য সচেতনতামূলক প্রচারে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে মহিলাদের সুরক্ষা সাইবার ক্রাইম সংক্রান্ত বেশ কিছু বিষয়ে খেলার মাঝে মানুষের মধ্যে তুলে ধরা হচ্ছে। জায়েন্ট স্ক্রিনে