জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআরে নাম তোলার অভিযোগ, বিতর্কে বিজেপি নেত্রী মমতা মণ্ডল

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআরে নাম তোলার অভিযোগ, বিতর্কে বিজেপি নেত্রী মমতা মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – জায়ের বাবাকে নিজের বাবা হিসেবে দেখিয়ে এসআইআরে নাম তোলার চেষ্টা—এই বিস্ফোরক অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বনগাঁ মহকুমা। বিজেপি নেত্রী মমতা মণ্ডলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মঙ্গলবার মহকুমাশাসকের দপ্তরে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুধু অভিযোগ জানানো নয়, ঘটনার লিখিত অভিযোগও দায়ের হয়েছে। প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনুমারেশন ফর্ম ফিল-আপের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখন এই ঘটনা জেলাজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। শাসকদলের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

মমতা মণ্ডল বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ নম্বর বুথের বিজেপি সদস্যা। স্থানীয় তৃণমূল কর্মী ইমরান মণ্ডলের অভিযোগ, বিএলএ-২-এর মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন যে মমতা মণ্ডল তাঁর জায়ের বাবা গৌরাঙ্গ চৌধুরীকে নিজের বাবা হিসেবে দেখিয়ে এসআইআরে নাম তোলার জন্য আবেদন করেছেন। ইমরানের দাবি, গৌরাঙ্গ চৌধুরী পানচিতার বাসিন্দা—সম্পূর্ণ ভিন্ন পরিবারের লোক। তা সত্ত্বেও কীভাবে এই ধরনের আবেদন করা হল, তা নিয়েই প্রশ্ন তুলছেন তিনি।

অবিলম্বে ভোটার তালিকা থেকে মমতা মণ্ডলের নাম বাদ দেওয়ার দাবি তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপি নেত্রীর সদস্যপদও খারিজ করার আবেদন জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ইতিমধ্যেই বনগাঁ মহকুমাশাসক তথা ERO-র কাছে জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মমতা মণ্ডল। তাঁর দাবি, তিনি বিজেপির সদস্য হওয়াতেই বিরোধী পক্ষ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। পঞ্চায়েতে কাজ করতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। যদিও তিনি স্বীকার করেছেন যে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তবুও নিজের বাবার পরিচয় সঠিক বলেই দাবি করেন তিনি।

ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস মণ্ডল বলেন, মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে এসআইআরে ফর্ম পূরণ করেছেন। ভুল পরিচয় ব্যবহার করে ম্যাপিংয়ের চেষ্টা করেছেন বলেও অভিযোগ তাঁর। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষের বক্তব্য, মমতা মণ্ডল ঠিক না ভুল—তা এসআইআরেই প্রমাণ হবে। অভিযোগ করেছে তৃণমূল, তাই তৃণমূলের এ নিয়ে বেশি নাক গলানো উচিত নয় বলেই মন্তব্য তাঁর। বিজেপির সংস্কৃতিতে অসৎ কাজের স্থান নেই বলেও দাবি করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top