লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা

লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জাল

লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা । লটারি ও জেরক্স দোকানের আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল জাল নোটের কারবার। গোপন সুত্রে খবর পেয়ে সিআইডির হানা। পলাতক দোকান মালিক। ঘটনাস্থল খোদ শান্তিনিকেতনে।। এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ। ঘটনায় আটক এক।

 

শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি বাজার এলাকার রাস্তার পাশে একটি জেরক্স দোকান থেকে কালার প্রিন্টার ও কিছু জাল নোট উদ্ধার করে সিআইডির আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দোকান মালিকের নাম প্রদীপ খাঁ। ওই দোকানে দীর্ঘদিন ধরেই জেরক্স ও লটারির হিসেবে চলছিল। হঠাৎ করে আজ সন্ধ্যা নাগাদ সিআইডি বেশকিছু আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও বেশ কিছু টাকা উদ্ধার করে। তারপরই জেরক্স দোকানে তালা লাগিয়ে চলে যাই আধিকারিকরা ।

 

পাশের দোকানের বক্তব্য সিআইডি পরিচয় দিয়ে কিছু জন এসেছিল একটি কালার প্রিন্টার ও জাল নোট উদ্ধার করে নিয়ে যায় । দোকানে তালা দিয়ে ফের তারা আসবে বলে জানিয়েছেন পাশের দোকানিদের । দোকানের সামনে আগুনে পোড়ানো কিছু কাগজ রয়েছে। তারপাশেই ১০০ টাকার নোট এখনো পড়ে রয়েছে । যদি এই পুরো ঘটনা নিয়ে বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী তিনি জানান সিআইডির কাছে আগে থেকে খবর ছিল। জাল নোটের ব্যবসা করছিল ।

 

আর ও পড়ুন    ভাটপাড়ায় ফের আক্রান্ত হল তৃণমূলের এক নেতা, চললো গুলি

 

স্থানীয় থানার একজন সিভিক পুলিশ সঙ্গে গিয়েছিল এটা নিয়ে একটা কমপ্লেন করবেন পুরো বিষয়টা আমাদের হাতে আসবে । দোকান থেকে কিছু পেপার উদ্ধার হয়েছে বাকিটা পুলিশকে জানানো হয়নি । যদি ওই পুরো ঘটনা নিয়ে অভিযুক্তের পরিবার কিছু বলতে চাইনি ।

 

উল্লেখ্য, লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা । লটারি ও জেরক্স দোকানের আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল জাল নোটের কারবার। গোপন সুত্রে খবর পেয়ে সিআইডির হানা। পলাতক দোকান মালিক। ঘটনাস্থল খোদ শান্তিনিকেতনে। এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ। ঘটনায় আটক এক। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি বাজার এলাকার রাস্তার পাশে একটি জেরক্স দোকান থেকে কালার প্রিন্টার ও কিছু জাল নোট উদ্ধার করে সিআইডির আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দোকান মালিকের নাম প্রদীপ খাঁ।

 

ওই দোকানে দীর্ঘদিন ধরেই জেরক্স ও লটারির হিসেবে চলছিল। হঠাৎ করে আজ সন্ধ্যা নাগাদ সিআইডি বেশকিছু আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও বেশ কিছু টাকা উদ্ধার করে। তারপরই জেরক্স দোকানে তালা লাগিয়ে চলে যাই আধিকারিকরা ।পাশের দোকানের বক্তব্য সিআইডি পরিচয় দিয়ে কিছু জন এসেছিল একটি কালার প্রিন্টার ও জাল নোট উদ্ধার করে নিয়ে যায় । দোকানে তালা দিয়ে ফের তারা আসবে বলে জানিয়েছেন পাশের দোকানিদের । দোকানের সামনে আগুনে পোড়ানো কিছু কাগজ রয়েছে। তারপাশেই ১০০ টাকার নোট এখনো পড়ে রয়েছে । যদি এই পুরো ঘটনা নিয়ে বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী তিনি জানান সিআইডির কাছে আগে থেকে খবর ছিল। জাল নোটের ব্যবসা করছিল ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top