নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ নভেম্বর, জাল নোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধোর ও মায়ের হাতে কাঠারির কোপ দেওয়ার অভিযোগ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার দক্ষিন কাঠিপোতা এলাকায়৷
অভিযোগ মেয়ে ও জামাই মুর্শিদাবাদ থেকে জালনোট এনে ব্যবসা করছিলেন৷ এর প্রতিবাদ করেছিলেন মা আরতি সাউ ৷ এর আগেও জালনোট ব্যবসা করায় মেয়েকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ৷ ফের তা শুরু করায় প্রতিবাদ করেন তিনি৷ তার জেরেই বুধবার তাকে মারধোর করেন মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ ৷ তার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরাই তাকে উদ্ধার করেন ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আরতি দেবী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷