সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়ে শিক্ষাঙ্গন গুলো নষ্ট হচ্ছে, বললেন দিলীপ ঘোষ

সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়ে শিক্ষাঙ্গন গুলো নষ্ট হচ্ছে, বললেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জায়গায়

সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়েশিক্ষাঙ্গনগুলো নষ্ট হচ্ছে, বললেন দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে দিলীপ ঘোষ। আলিয়ার এক্টিং ভিসি নিয়োগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়ে সমস্ত শিক্ষাঙ্গন গুলো নষ্ট করছে। শিক্ষার স্তর নেমে যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ছাত্ররা প্রতিবাদ করবে এরকম সিদ্ধান্ত ঠিক নয়। আমরা সুযোগ দিলেই তারা প্রতিবাদে নেমে যাবে বিশৃংখলা তৈরি হবে।

 

তিনি বলেন,   শিক্ষাঙ্গনে যদি বিশৃঙ্খলা  তৈরি হয় তাহলে শিক্ষার পরিবেশ তৈরি হবে কিভাবে। সরকার সবকিছু কব্জা করার তালে আছে এইজন্য সবজায়গায় গন্ডগল শুরু হচ্ছে। অনেক বিশ্ব বিদ্যালয়ে নিযোগ করা হয়েছে শুধুমাত্র কব্জা করার জন্য। আর অযোগ্য লোকেদের বসানো হলেই এই ধরনের ব্রিসঙ্খলা তৈরি হবে। সরকারের এখনও সময় আছে ভাবা উচিত। সেই কারণে এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

 

আর ও পড়ুন     সাতসকালে পথদুর্ঘটনায় মৃত্যু এক ব্যাক্তির

 

একবালপুর ভুকৈলাসে নাবালিকাকে যৌন নিগ্রহ। এপ্রসঙ্গে তিনি বলেন, সকাল বেলা এসব শুনে মনটা খারাপ হয়ে যায়। টিভি খুললেই এধরনের খবর আসে। আমরা কেন সকালটা শুরু করব এই ধরনের খবর শুনে। আট নয় বছরের মেয়েরাও এখানে সুরক্ষিত নয়। মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা কেটে পারি না দুর্ভাগ্য। রোজ এই খবর শুনতে হচ্ছে। যারা এইধরনের কাজে লিপ্ত হচ্ছে তাদের ভয় ডর বলে কিছু নেই। আর মুখ্যমন্ত্রী যখন এই ধরনের দুষ্কৃতীদের বাঁচাতে যান তখন সমস্যা শুরু হয়।

 

দুটি কেন্দ্রে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। এই নিয়ে তিনি বলেন, লড়াই আমরা করেছি। যেভাবে ভয় দেখানো হচ্ছে। প্রার্থীকে মারা আটকানো। ভোটের পরিবেশ ছিল না। বেশিরভাগ ভোটার বুথ মুখী হইনি। এটা পশ্চিম বাংলার ভোটের পার্সেনটেজ নয়। সাধারণ মানুষ গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছে না তাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন না। আর সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের।

 

বাবুলের মন্তব্য লেটস এনজয় দ্যা ডে। এপ্রসঙ্গে তিনি বলেন, প্রথম বার উনি কি ভোট লড়ছেন ? প্রত্যেক বারই এপ্রিল মে মাসে ভোট হয়। পঞ্চাশ শতাংশের বেশি ভোট পরে পশ্চিমবাংলায়। চল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে। হয় ওনাকে লোকেরা পছন্দ করছে না। ভেবেছিলাম সুব্রত মুখার্জির রেকর্ড ভাঙবেন। জানি না কি করতে পারবেন উনি। মানুষ ওনাকে স্বীকারই করেননি ওই জন্য ভোট দিতে যান নি।

 

উল্লেখ্য,   সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়েশিক্ষাঙ্গনগুলো নষ্ট হচ্ছে, বললেন দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে দিলীপ ঘোষ। আলিয়ার এক্টিং ভিসি নিয়োগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সব জায়গায় নিজেদের লোক বসাতে গিয়ে সমস্ত শিক্ষাঙ্গন গুলো নষ্ট করছে। শিক্ষার স্তর নেমে যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ছাত্ররা প্রতিবাদ করবে এরকম সিদ্ধান্ত ঠিক নয়। আমরা সুযোগ দিলেই তারা প্রতিবাদে নেমে যাবে বিশৃংখলা তৈরি হবে।

 

তিনি বলেন,   শিক্ষাঙ্গনে যদি বিশৃঙ্খলা  তৈরি হয় তাহলে শিক্ষার পরিবেশ তৈরি হবে কিভাবে। সরকার সবকিছু কব্জা করার তালে আছে এইজন্য সবজায়গায় গন্ডগল শুরু হচ্ছে। অনেক বিশ্ব বিদ্যালয়ে নিযোগ করা হয়েছে শুধুমাত্র কব্জা করার জন্য। আর অযোগ্য লোকেদের বসানো হলেই এই ধরনের ব্রিসঙ্খলা তৈরি হবে। সরকারের এখনও সময় আছে ভাবা উচিত। সেই কারণে এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top