জিটিএ ভোট নির্বিঘ্নে । প্রায় 10 বছর পর জিটিএ ভোট আজ হচ্ছে মোট 45 টি আসন ভোট নির্বিঘ্নেই শান্তিতেই হচ্ছে কোন অপ্রীতিকর ঘটনায় এখনও পর্যন্ত নেই পারে প্রত্যেকটি মানুষ উৎসবের সাথে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করছে । অনিক থাপা সকাল দশটা নাগাদ তার নিজেও কেন্দ্রে ভোটগ্রহণ করেন তিনি বললেন এই বর্ষার সময় পাহাড়ে সব সময় বৃষ্টি হয় তবুও মানুষ উৎসব এর সাথে শান্তিতে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দান করছেন সকাল থেকেই অবিরাম বৃষ্টি পড়ে চলেছে তার সাথে কুয়াশা মানুষ উৎসব এর সাথে এই ছুটির দিনে অ্যাড উৎসব মনে করে ভোট দিতে আসছেন।
অপরদিকে বিমল করুন তার নিজস্ব পার্টি অফিসে বসে রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গার খবর নিচ্ছেন তিনি ভোট দিতে যাবেন না বললেন তিনি এও বললেন যারা ভোট দিতে যাবেন তাদেরকে বাধা দেবেন না তিনি বললেন ভোট করে জিটিএর সমস্যা মিটানো যাবে না তাই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হোক এটাই আমরা চাই আজ সারাদিন উৎসবের সাথে সাথে নির্বিঘ্নে সারাদিন বসে বসেই কাটাবেন তার নিজের পার্টি অফিসে
আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ
উল্লেখ্য, প্রায় 10 বছর পর জিটিএ ভোট আজ হচ্ছে মোট 45 টি আসন ভোট নির্বিঘ্নেই শান্তিতেই হচ্ছে কোন অপ্রীতিকর ঘটনায় এখনও পর্যন্ত নেই পারে প্রত্যেকটি মানুষ উৎসবের সাথে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করছে
অনিক থাপা সকাল দশটা নাগাদ তার নিজেও কেন্দ্রে ভোটগ্রহণ করেন তিনি বললেন এই বর্ষার সময় পাহাড়ে সব সময় বৃষ্টি হয় তবুও মানুষ উৎসব এর সাথে শান্তিতে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দান করছেন সকাল থেকেই অবিরাম বৃষ্টি পড়ে চলেছে তার সাথে কুয়াশা মানুষ উৎসব এর সাথে এই ছুটির দিনে অ্যাড উৎসব মনে করে ভোট দিতে আসছেন।
অপরদিকে বিমল করুন তার নিজস্ব পার্টি অফিসে বসে রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গার খবর নিচ্ছেন তিনি ভোট দিতে যাবেন না বললেন তিনি এও বললেন যারা ভোট দিতে যাবেন তাদেরকে বাধা দেবেন না তিনি বললেন ভোট করে জিটিএর সমস্যা মিটানো যাবে না তাই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হোক এটাই আমরা চাই আজ সারাদিন উৎসবের সাথে সাথে নির্বিঘ্নে সারাদিন বসে বসেই কাটাবেন তার নিজের পার্টি অফিসে।