বিনোদন – পুজোর আগেই বাংলা টেলিভিশনের ধারাবাহিক জগতে শুরু হয়েছে বড়সড় রদবদল। একের পর এক নতুন মেগা ধারাবাহিকের আগমনে চ্যানেলগুলিতে পরিবর্তন আসছে জনপ্রিয় সিরিয়ালের স্লট এবং সম্প্রচারের সময়ে। এমনই এক বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে জি বাংলা।
সম্প্রতি জি বাংলা ঘোষণা করেছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-এর সম্প্রচারের সময়। জানা গিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই সিরিয়ালটি রাত ৯টার স্লটে সম্প্রচারিত হবে। আর এর ফলে বিপাকে পড়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। সূত্রের খবর, এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুতেই এটি শেষ হয়ে যাবে।
নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-এর গল্প দুই বোনের জীবনের চড়াই-উতরাই ঘিরে। এক বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি, যিনি দ্রুত বড়লোক হতে অনৈতিক পথ বেছে নিতে পিছপা হন না। অন্যদিকে, অন্য বোনের চরিত্রে আরাত্রিকা, যিনি সততার সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই চালিয়ে যান। সিরিয়ালের নায়কের ভূমিকায় থাকছেন অভিষেক বীর শর্মা।
এর আগেই জি বাংলায় শুরু হয়েছে আরেক নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। এটি রাত ৯টা ৩০ মিনিটে ‘মিত্তির বাড়ি’-র জায়গায় সম্প্রচারিত হচ্ছে। একের পর এক নতুন সিরিয়ালের আগমনে দর্শকমহলে জল্পনা শুরু হয়েছে — এবার কোন জনপ্রিয় ধারাবাহিকের স্লট পরিবর্তন হতে চলেছে?
জি বাংলার ধারাবাহিক দুনিয়ায় এই বড় পরিবর্তন দর্শকদের জন্য এক নতুন বিনোদনের জগৎ তৈরি করতে চলেছে।




















