জিমন্যাস্টিকের আন্তর্জাতিক আসরে ফের সাফল্যের দিকে এগোচ্ছে ভারত

জিমন্যাস্টিকের আন্তর্জাতিক আসরে ফের সাফল্যের দিকে এগোচ্ছে ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ ফেব্রুয়ারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে দীপা কর্মকারের রাজ্যে বাসা বাঁধছে ১৭ বছরের প্রতিষ্ঠা সামন্ত। হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা প্রতিষ্ঠার মধ্যেও দীপার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন দীপার ‘দ্রোণাচার্য’ কোচ বিশ্বেশ্বর নন্দীর। আগরতলায় নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়াকেন্দ্রে একসঙ্গে অনুশীলন করছে দীপা ও প্রতিষ্ঠা। সাথে তালিম নিচ্ছে অস্মিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্ত। ওই তিনজনকে নিয়েই স্বপ্ন বিশ্বেশ্বরের। সঙ্গে দীপার কামব্যাক।

দীপার কল্যাণে এই জিমন্যাস্টিক পরিকাঠামো এখন আন্তর্জাতিক মানের। বিশ্বশ্বরের দাবি, গোটা দেশে এত ভাল পরিকাঠামো আর কোথাও নেই। তাই রেলের জিমন্যাস্টদেরও অনুশীলন চলছে ত্রিপুরায়। বাংলার প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করতে নতুন লড়াই শুরু করেছেন বিশ্বেশ্বর। বহুবার চোট খেয়েছিলেন দীপা। চোট-আঘাত সামলে দীপা আবার ফিরে এসেছেন অনুশীলনে। হাওড়ার প্রতিষ্ঠা আর ত্রিপুরার ৩ কন্যাকে নিয়ে জিমন্যাস্টিকের আন্তর্জাতিক আসরে ফের সাফল্যের মুখে ভারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top