নিজস্ব সংবাদদাতা, বীরভূম , ২৩শে জানুয়ারি : বাড়ির সামনের জিলেটিন স্টিক নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরণে জখম দুই। যাদের মধ্যে এক বালকের আঘাত গুরুতর হওয়ায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার ছোড়া গ্রামে। আহত দুই জন বালকের নাম অভিজিৎ মেহেনা ও কালিচরণ মাল। দুই বালকই ছোড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। অভিজিতের আঘাত গুরুতর, যদিও তার বন্ধু কালিচরণ অল্প বিস্তর আহত হয় এই ঘটনায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনের সার গাদায় একটি জিলেটিন স্টিক কুড়িয়ে পায় ওই দুই বালক। তারপর ওই জিলেটিন স্টিক নিয়ে বাড়ি সামনে খেলতে খেলতে ইঁট দিয়ে সেটিকে ফাটাতে যায়। আর তার পরই ঘটে যায় বিস্ফোরণ। অভিজিতের হাত জখম হয়।