জি টি রোড অবরোধ করে ১৫ দফা দাবী নিয়ে আন্দোলনে আশা কর্মীরা। দাবী পূরণ না হলে আগামী ৩ আগষ্ট থেকে কর্মবিরতির হুঁশিয়ারী। রাজ্যের আশা কর্মীদের প্রাপ্য ইন্সেন্টিভের টাকা দফায় দফায় না দিয়ে এককালীন দেওয়া, সরকারী স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি সহ ১৫ দফা দাবীতে আন্দোলনে নামলেন পূর্ব বর্ধমান জেলার আশা কর্মীরা। শুক্রবার বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
রাজ্যে প্রায় ৬০ হাজার আশা কর্মী আছে বলে জানালেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা সম্পাদিকা ঝর্না পাল জানান। দ্রুত দাবী পূরণ না হলে আগামী ৩ আগষ্ট থেকে জেলা সহ রাজ্যের সর্বত্র লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী দিয়েছে আশা কর্মীরা।
আশা কর্মীদের অভিযোগ, তাঁরা বঞ্চনার শিকার, তাঁদের বিনা পারিশ্রমিকে খেলা, মেলায় ডিউটি দেওয়া হয় বলে অভিযোগ। কাজের যা চাপ তাতে সরকারের ভাতা নগন্য বলে দাবী আশা কর্মীদের। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি ও মর্যাদাও এখনো মেলেনি তাঁদের। কাজের চাপ কমানো, ভাতা বৃদ্ধি, এককালীন ইন্সেন্টিভ দেওয়া সহ বিভিন্ন দাবীতে আন্দোলনে সামিল হয়েছেন জেলার আশা কর্মীরা।
আরও পড়ুন – হাওড়া স্টেশনের কাছে দুর্ঘটনায় জখম মহিলা
উল্লেখ্য, জি টি রোড অবরোধ করে ১৫ দফা দাবী নিয়ে আন্দোলনে আশা কর্মীরা। দাবী পূরণ না হলে আগামী ৩ আগষ্ট থেকে কর্মবিরতির হুঁশিয়ারী। রাজ্যের আশা কর্মীদের প্রাপ্য ইন্সেন্টিভের টাকা দফায় দফায় না দিয়ে এককালীন দেওয়া, সরকারী স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি সহ ১৫ দফা দাবীতে আন্দোলনে নামলেন পূর্ব বর্ধমান জেলার আশা কর্মীরা। শুক্রবার বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
রাজ্যে প্রায় ৬০ হাজার আশা কর্মী আছে বলে জানালেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা সম্পাদিকা ঝর্না পাল জানান। দ্রুত দাবী পূরণ না হলে আগামী ৩ আগষ্ট থেকে জেলা সহ রাজ্যের সর্বত্র লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী দিয়েছে আশা কর্মীরা। আশা কর্মীদের অভিযোগ, তাঁরা বঞ্চনার শিকার, তাঁদের বিনা পারিশ্রমিকে খেলা, মেলায় ডিউটি দেওয়া হয় বলে অভিযোগ। কাজের যা চাপ তাতে সরকারের ভাতা নগন্য বলে দাবী আশা কর্মীদের। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি ও মর্যাদাও এখনো মেলেনি তাঁদের। কাজের চাপ কমানো, ভাতা বৃদ্ধি, এককালীন ইন্সেন্টিভ দেওয়া সহ বিভিন্ন দাবীতে আন্দোলনে সামিল হয়েছেন জেলার আশা কর্মীরা।