সোশ্যাল মিডিয়াকে জীবনদায়ী চেষ্টার কাজে ব্যবহার । বর্তমানে সময়ে যখন সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও-র ছড়াছড়ি, যখন একশ্রেণীর অসাধু মানুষরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অশালীন কারবারে মত্ত সেখানে সোশ্যাল মিডিয়াকে জীবনদায়ী চেষ্টার কাজে ব্যবহার করে পথ দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার এ কমিটেড ব্লাড ডোনার্স ফোরাম সংস্থা।
উল্লেখ গিয়ে প্রায় বছর চারেক পূর্বে জেলার ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকটের কথা মাথায় রেখে বিপদের সময়ে রুগীর চিকিৎসাকালীন সময়ে রক্তের চাহিদা মেটাতে দক্ষিণ দিনাজপুর জেলায় পথ চলা শুরু করে এ কমিটেড ব্লাড ডোনার্স ফোরাম সংস্থা।
শুরুর দিকে বাউল মল্লিকপুর এলাকার কিছু যুবক-যুবতীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং তার মাধ্যমে নিজেরা সমন্বয় সাধন করে রুগীর পরিজনদের ডাকে সাড়া দিয়ে অসহায় রুগীর চিকিৎসার জন্য হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে রক্ত দেওয়ার কাজ শুরু করেন তারা।
আর ও পড়ুন ধীরে ধীরে নিজেদের রঙ নিচ্ছে তালিবান, এবার তারা কী ঘোষণা দিলো?
এরপর সময় যত এগিয়েছে ততই যেন সমাজসেবার পরিধি বৃদ্ধির সাথে সাথে সমান্তরালভাবে যেন বেড়েছে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য-সদস্যার সংখ্যা। বর্তমানে গ্রুপটিতে ১৬০ জনেরও বেশী সদস্য-সদস্যা রয়েছে। যাদের মধ্যে ১৫ জন মহিলা। জানা গেছে এই গ্রুপের সদস্য-সদস্যারা মূলত ছড়িয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন, কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকে।
রক্তের প্রয়োজনে রুগীর আত্মীয়-পরিজনদের ফোনে সাহায্যের আর্তি আসতেই রক্তদানে যেন ছুটন্ত গ্রুপটির সদস্য-সদস্যারা। সূত্র মারফৎ খবর গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এমনকি জেলার বাইরের পড়শি জেলা উত্তর দিনাজপুর এবং মালদা জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে রুগীর চিকিৎসায় রক্তের প্রয়োজনে এই গ্রুপের সদস্য-সদস্যারা রক্তদান করে এখনও অবধি চারশোর বেশী মানুষের প্রাণ বাচিয়েছেন।
শুধু তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরী করে সম্বনয় সাধনের মাধ্যমে রক্তদান করায় নয় নবপ্রজন্মদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক সহ সোস্যাল মিডিয়ার অন্যান্য ক্ষেত্রগুলিতে তারা চালাচ্ছে প্রচারও। ফলে দিন উত্তর ক্রমাগত বাড়ছে গ্রুপের সদস্য সংখ্যা।
এ কমিটেড ব্লাড ডোনার্স ফোরাম-এর সম্পাদক জয়দেব সরকার জানিয়েছেন অনেক সময় রুগীর পরিবারের কাছে রক্তের কার্ড থাকা সত্বেও ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকটের কারনে রুগীদের রক্ত পেতে সমস্যায় পড়তে হয় সেই ক্ষেত্রে সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করে রুগীর চিকিৎসায় রক্তের চাহিদা মেটানোর জন্য তাদের এই উদ্যোগ গ্রহণ।
এ কমিটেড ব্লাড ডোনার্স ফোরাম-এর এহেন কর্মকান্ড প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শিপ্রা নিয়োগী বলেন খুব ভাল উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন আমাদের মুখ্যমন্ত্রী সব সময় মানুষের বিপদে ছাত্র যুব সমাজকে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছে এসেছেন। আমাদের জেলার এই ভাইদের কর্মকান্ডে আমরা জেলাবাসী হিসাবে গর্বিত।