মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ করোনা রোগী

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ করোনা রোগী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জীবন্ত

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ করোনা রোগী। করোনা ভাইরাস  থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েও শেষরক্ষা হল না। আগুন লেগে গেল  মহারাষ্ট্র রাজ্যের  আহমেদনগরে এক হাসপাতালের আইসিইউতে। জানা গিয়েছে, সেখানে ভর্তি ছিলেন ২৫ জন কোভিড রোগী।

 

শনিবার সকাল এগারোটা নাগাদ আগুন লেগে যায় ওই হাসপাতালে।  সেই আগুনে পুড়ে মারা গেলেন  ১০ জন করোনা রোগী। জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ওই  ১০ জন করোনা রোগী। ভয়ঙ্করভাবে অগ্নিদগ্ধ হয়েছেন একজিন।  ভয়াবহ  ওই আগুনে কালো ধোঁয়ায় ভরে যায় হাসপাতাল চত্বর। যে ওয়ার্ডটিতে আগুন লাগে  সেখানে বেড থেকে শুরু করে কোনও সরঞ্জামই আর আস্ত নেই।

 

আহমেদনগরের জেলাশাসক ডা রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, হাসপাতালের অন্যান্য রোগীদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায় হসাপাতালের ওই ওয়ার্ডটিতে।

 

আর ও  পড়ুন  যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন হল গণ ভাইফোঁটা 

 

এই ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক  বলেন, করোনা রোগীদের চিকিত্সার জন্য সম্প্রতি ওই ওয়ার্ডটি তৈরি করা হয়েছিল। কিন্তু সেই ওয়ার্ডেই কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে আগুন লাগার ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়। তিনি বলেন,  ‘আহমেদনগর সরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। হাসপাতালের ফায়ার অডিট করা হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সেই সঙ্গে মৃতের পরিবারকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

 

এদিকে ঘটনার খবর জানার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি করোনা আক্রান্তদের একটি অন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ করোনা রোগী। করোনা ভাইরাস  থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েও শেষরক্ষা হল না। আগুন লেগে গেল  মহারাষ্ট্র রাজ্যের  আহমেদনগরে এক হাসপাতালের আইসিইউতে। জানা গিয়েছে, সেখানে ভর্তি ছিলেন ২৫ জন কোভিড রোগী।  শনিবার সকাল এগারোটা নাগাদ আগুন লেগে যায় ওই হাসপাতালে।

 

সেই আগুনে পুড়ে মারা গেলেন  ১০ জন করোনা রোগী। জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ওই  ১০ জন করোনা রোগী। ভয়ঙ্করভাবে অগ্নিদগ্ধ হয়েছেন একজিন।  ভয়াবহ  ওই আগুনে কালো ধোঁয়ায় ভরে যায় হাসপাতাল চত্বর। যে ওয়ার্ডটিতে আগুন লাগে  সেখানে বেড থেকে শুরু করে কোনও সরঞ্জামই আর আস্ত নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top