পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অভ্রজিৎ ঘোষ নামে এক ব্যক্তি জীবিত স্ত্রী আলো বিশ্বাস ঘোষের শ্রাদ্ধ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। অভ্রজিতের অভিযোগ, স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে ও চার বছরের পুত্রকে ফেলে পালিয়েছেন। শ্রাদ্ধের কাজ করানো হয়েছে ওই শিশুকেই দিয়ে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।সামাজিক মাধ্যমে ছবি করে অভ্রজিৎ লিখেছেন, “সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলাম।”
জানা গেছে, সাত বছর আগে আলোর সঙ্গে অভ্রজিতের বিয়ে হয়। সম্প্রতি ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে আলো উধাও হন। অভ্রজিতের দাবি, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছেন। এরপরই বাড়িতে শ্রাদ্ধের আয়োজন করা হয়, যেখানে এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আলোর বাবা ঘটনায় হতবাক, মেয়ের এমন কাণ্ডের কারণ বুঝতে পারছেন না। সামাজিক মাধ্যমে পোস্টটি নিয়ে তুমুল আলোচনা চলছে, তবে এর সত্যতা যাচাই করা হয়নি।এ ঘটনা সমাজে নৈতিকতা ও পারিবারিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ ক্ষোভের প্রকাশ হলেও শিশুকে জড়ানো উদ্বেগজনক। পুলিশ এখনো তদন্ত শুরু করেনি।
