Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Keep these things in mind before wearing Pujo heel shoes

পুজোয় হিল জুতো পরার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

পুজোয় হিল জুতো পরার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জুতো

পুজোয় হিল জুতো পরার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন। পুজোর সময়  সাজগোজের অন্যতম অঙ্গ হলো জুতো।  অনেকেই ভাবেন হয়ত জুতো আর কে দেখবে, যেকোনও একটা পরলেই হবে। কিন্তু তা একেবারেই নয়। আপনার সুন্দর পোশাকটি ভালভাবে রিপ্রেজেন্ট করে কিন্তু জুতোই।

 

বিশেষ করে   মেয়েদের ফ্যাশনে জুতোর কথা এলে প্রথমেই আসে উঁচু হিল জুতো। সব পোশাক না হলেও কিছু পোশাক আছে, যার সঙ্গে হিল না পরলে একদমই মানায় না। অবশ্য এখন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোশাক, জুতো, মেকআপ প্রসাধনী সব কেনাই কমপ্লিট।

 

আর ও   পড়ুন  এবার পুজোয় অ্যালবামে গান গাইলেন মমতা

 

তবে হিল দেওয়া জুতোয় সাজ যতই সুন্দর হোক, তা পরে হাঁটতে কষ্টই হয়।  হাঁটতে কষ্ট হওয়া ছাড়া আর কী কী সমস্যা হতে পারে হিল দেওয়া জুতো পরলে জানেন? হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে একটি জায়গায়। পায়ের গোড়ালিতে চাপ পড়ে। যার ফলে পা মোচকে যেতে পারে। এছাড়াও টানা অনেকক্ষণ হিল পরলে থাকলে পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। ফলে তাতে পিঠেও অনেকটা চাপ পড়ে। তার ফলে পিঠে ব্যথাও হতে পারে।

 

তাছাড়াও হিল পরলে পা যেহেতু উঁচু নিঁচু থাকে, তাই পায়ে ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ হিল পরে দাঁড়িয়ে থাকতে পারবেন না ব্যথা যত বাড়বে। তা বলে কী হিল জুতো পরবেন না! নিশ্চয় পরবেন। পুজোর দিনগুলো পরুন নিজের ডিজাইনার ড্রেসের সঙ্গে। তবে প্রতিদিন হিল পরবেন না। এতে আপনার পায়ে ব্যথা হতে পারে।

 

উল্লেখ্য,পুজোয় হিল জুতো পরার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন। পুজোর সময়  সাজগোজের অন্যতম অঙ্গ হলো জুতো।  অনেকেই ভাবেন হয়ত জুতো আর কে দেখবে, যেকোনও একটা পরলেই হবে। কিন্তু তা একেবারেই নয়। আপনার সুন্দর পোশাকটি ভালভাবে রিপ্রেজেন্ট করে কিন্তু জুতোই।বিশেষ করে   মেয়েদের ফ্যাশনে জুতোর কথা এলে প্রথমেই আসে উঁচু হিল জুতো।

 

সব পোশাক না হলেও কিছু পোশাক আছে, যার সঙ্গে হিল না পরলে একদমই মানায় না। অবশ্য এখন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোশাক, জুতো, মেকআপ প্রসাধনী সব কেনাই কমপ্লিট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top